অথচ পাশাপাশি দুইটি গাছ হবার কথা ছিল আমাদের !
আলো-ছায়ায়, ঝড়-ঝঞ্ঝায়, বৃষ্টি-বাদলে ঠায় দাঁড়িয়ে
আউলা চুলে দোল খাইয়ে
একসাথে ছন্দ বাঁধার কথা ছিল আমাদের!


নদী, পাহাড়, মেঘ, সমুদ্র তো সকলেই হতে চায়..
আমরা চেয়েছিলাম শ্রোতা কিংবা দর্শক হতে!


মেঘের আনাগোনা, ঋতুর রদবদল, বাতাসের সুর
কিংবা পথিকের ক্লান্তি..
সবকিছুর নীরব স্বাক্ষী হবার কথা ছিল আমাদের !


কিন্তু তুমি পাখি হলে,
নীড় ছেড়ে তুমি আজ নীলাকাশে উড়ে বেড়াও
কখনো দিগন্তে কখনো বা অনন্তে..
তবুও যদি মনের অজান্তে
কখনো ভেবে দেখো
অপেক্ষারত অবস্থায় আছে কোন গাছ
বলি পাখি, ফিরে এসো নীড়ে !