স্বচ্ছতার পসরা সাজিয়ে বসেছিল আজ শিশিরকণা
মেঘেরাও বলেছিল ধীরে, উড়াল দিতে আজ নেইকো মানা
অলস চাদর ডেকেছিল কোমল দুর্বাঘাসে,
তবুও আমি বসে আছি আজকে তোমার পাশে।


ক্ষণের জন্য ভুলে ছিলাম লক্ষ্য জয়ের আশা
হাজার স্বপ্নমাঝে আজ এক দুঃস্বপ্ন প্রত্যাশা
চিরদিনই থেকো তুমি আমার দীর্ঘশ্বাসে!
আপন মনে যাচ্ছি ভেবে বসে তোমার পাশে।


সবুজ স্বপ্নের আহবানে সবাই কি দেয় সাড়া?
-বাস্তবতার কঠোরতায় সদাই পাগলপাড়া!
আসতে যদি, কাটত জীবন নিশ্চিন্ত নিঃশ্বাসে,
কালের মায়ায় তাইতো বসে আজকে তোমার পাশে।


বহুদিনেও কিছু কথা কেন থাকে বাকী?
-থাকলে থাকুক! তবুও যদি তোমার পাশে থাকি!
বাদল দিনে ভাসব না হয় অজানা আশ্বাসে,
অঘোর নেশায় যাচ্ছি ভেবে বসে তোমার পাশে।