ভাসছি আমি একূল ওকূল
ডুবি বল কোথা?
শ্যাওলা আমি, স্রোতই জীবন
থামতে চাওয়া বৃথা ।


ক্ষনিক পথের যে সাথীকে
ভাবি সাথে নিবো
সত্ত্বা আমার হুমকি যে দেয়
‘যাত্রা বুঝি গেল’।


সাথে নিলে যাত্রা কঠিন
মনে আচড় পড়ে
কেন্দ্র আমার পরিধিকে
নির্দেশ যে ভাই করে।


স্বাধীন আমি সবাই জানে
হার মানি যে মনে
জবাব সবই, প্রশ্ন যে নেই
নিটল আখিকোণে।


ভাসি আবার, শ্যাওলা সাথী
সবই আসে যায়
পানিই জীবন বুঝতে পারি
সাথী সময় ধায়।