তার চেয়ে বরং বায়না ধরি--
মাটির মধ্যে লেপটে শুয়ে,
হাত-পা ছড়াছড়ি করে
গগন কাঁপানো চিৎকারে বলি
'বাবা আমার এটা চাই-ই, এক্ষুনি!'


অধিকার খাটিয়ে আমি কোনোদিন কিছু চাইনি, জানো |
অবশ্য বাবা আমাকে সে অধিকার দেয়ওনি কখনো | মাকে বলতাম | সে মিথ্যে সান্ত্বনা দিয়ে চুপ করাতো |


তবে এখন ভাবি, ছোট বেলার না করা
আহ্ললাদটি কি এখন করা যায় ? তোমাকে নিয়ে ?
হারিয়ে পাওয়ার সাহস তো নেই আর,
নেই অধিকারও |


কিন্তু এতপথ পারি দেয়া আমার ক্লান্ত বাবাটিও
এখন সান্ত্বনা দেয় জানো | আর মা -
তার সান্ত্বনা তো খোদ আমি |


আমার আবদারগুলো আসলে রঙ বদলায়,
লক্ষ্যে পৌঁছায় না |
কোন পথে তোমার ঠিকানা তা জানা নেই আজও...
তাই চলতে থাকাই  শ্রেয় বৈকি |
একজনমে সব পাওয়া যায়না প্রিয়া,
এই সান্ত্বনাতেই মুক্তি |