কিসের কামনায় আজ অপার বন্দনা?
‘হে নবীন!’
তোমার বন্দনার বাণীতে আজ মুখরিত ধরণী
আসবে নতুন দিন।


সাজানো বাগানে ফুটবে অস্ফুট স্বপ্ন
-সবুজ বসন্ত তো তারই সাক্ষর।
বাতাসের বাদ্যে আজ কিসের ইশারা?
সে যে তোমার দিশায় আজ দীক্ষিত।
সকল প্রথা বইবে অনুকূলে, ভাঙবে প্রাচীর
আগমনী হবে চির অমলিন।
হে নবীন!


তোমার চোখে আজ স্বপ্ন দ্যাখে জাতি
সকল আর্তনাদগুলো নীরব হয় তোমার পানে চেয়ে।


এখন শুধুই এগিয়ে চলা
সকলকে বাঁচাতে আজ নিজে বাঁচা।
-আর বিজয়? সে তো সদা আপোসহীন।
হে নবীন!
ধরণীও তাই বন্দনা করে    
আসবে নতুন দিন
আসবে নতুন দিন।।