কি নিবে উপহার, বল বন্ধু আমার
কি দিব তোমাকে, মন ভাল নেই তোমার ।


নিবে কি সবুজ স্বপ্ন, বুক ভরা প্রশান্তি
নাকি নিবে মেঠোপথ, দুজনায় বা একাকী ?
নিবে কি সমুদ্রনীল, নাকি হবে শঙ্খচিল
স্বাধীন কোন ইচ্ছেঘুড়ি, নয়ত বা স্বচ্ছ ঝিল ?


জ্যোৎস্না স্নান করবে কি, এসো চান্নি পসরে
নাকি চলার সাথী হবে আমার দুটি হাত ধরে ?
সাজিয়ে দিব স্বপ্ন তোমার বাজিয়ে রাখাল বাঁশি
কাজল ধোয়া অশ্রু মুছে আনব রঙিন হাসি ।
যত সুবাস ফুলে আছে এনে দিব তোমায়
রঙ যত আঁকা আছে প্রজাপতির ডানায় ।


তোমায় নিয়ে যাব উড়ে অদূর কোন কাননে
শিশির জলের সজলতা মেখে দিব আননে ।
নীল আকাশের বিশালতা, তুলট মেঘের কোমলতা
সাথে আরো এনে দিব বাবুই পাখির স্বাধীনতা ।


কি যে আজ দিব তোমায়, দেউলিয়া মন আমার
কি দিব তোমাকে, -কি দিব উপহার ?