আসবো আবার ডাকবো জেনো
নতুন সূর্য হয়ে
বেশ বদলে কি আসে যায়
ধারা নিবো বয়ে ।
রাজপথের সব মশাল জ্যোতি
যদি কভু নিভে
আলো হয়ে জ্বলে যাবো
তোমার সুখ প্রদীপে ।
শ্লোগানে ঐ কণ্ঠধ্বনি
যদি ওঠে কেঁপে
প্রতিধ্বনি হয়ে ঠিকই
দাবি যাবো ছেপে ।
তীর, বুলেট আর কামান দাগায়
মারতে পারো শত
জন্মাবো যে ক্ষণে ক্ষণে
আমি পথের ব্রত ।