হতে পারো সবার প্রিয়, সবার মধ্যমণি
চুপটি করে দেখ আমায় সবই আমি জানি ।


আমার নজর খুঁজে তোমায় ক্লান্ত অবিরত
চোখ এড়িয়ে পরক্ষনেই নাটক করো কত ।


দাওনি কভু অলস সময়, পাশে হাঁটার আশা
অহম তোমার মিথ্যে সবই, নীরব ভালোবাসা ।


স্বপ্ন শুধু আমিই আঁকি, পোড়াও তুমি সব
হাত বাড়িয়ে করবো না আর মিথ্যে কলরব ।


চোখ সদরের কথামালায় মন দিয়েছে তালা
মিলন জ্বালায় আমি জ্বলি, এবার তোমার পালা ।


আমি তোমায় তুমি হয়ে দেখাবো যে আজ
বাস্তবতা বুঝে গেছে অবুঝ স্বপ্নবাজ ।।