কোথাও যেতে হবে না তোমাদের!
অন্ধকারে ঝিম মেরে আছে
শতাব্দীর সব পরীক্ষিত জীর্ণ মতবাদ।
  
পরকালে হুরপরি পাবে বলে,
ওরা মস্তিষ্কে বিচ্ছুর  
সাথে সহবাস করে!

আর আমারা যারা
তোমাদের সূর্য দেখাব বলে
ভোর আনতে বদ্ধপরিকর,
গিলে খাই হাজার বছরের  
শোষণের ইতিহাস।


তারপর ডুবে যাই
দ্বিতীয় মৃত্যুর সব আয়োজনে।