শব্দের অবগাহনে ঘোর ভাঙ্গে বিমূর্ত সময়ের।  
যাপিত জীবনের শূন্যতায়
নিজেদের অস্তিত্ব খুঁজে না পেয়ে
খুঁজে চলে ছন্নছাড়া কবিতার ছন্দপতন।
সবকিছু অদূরে হারিয়ে গিয়ে ফিরে আসার সময়,
অব্যক্ত অনুভূতির আকর্ষনে
ছুটে আসে সব দলছুট কল্পনারা।
ক্ষনিকের মুক্তিপাগল কবি
তাদের শৃঙ্খলিত করে পায়
সৃষ্টিকর্তার মতো অমরত্বের সুখ।
তারপর সেও পার্থিব ব্যস্থতায়
হারিয়ে ফেলে অপার্থিব মোহের সৃষ্টিসুখ।
কোন এক বিদগ্ধ পাঠক সেই সৃষ্টিসুখে
নিজের প্রতিচ্ছবি দেখে থমকে দাঁড়ায়।
তারপর অস্তিত্বের সন্ধানে
হারিয়ে যায় অবিরাম ছুটে চলায়!


সবকিছু শেষ হলে মুচকি হাসে মূর্ত সময়।