দৌড়          
রতন সেনগুপ্ত


জনারণ্যে হারাতে পারি না
ফিরে আসি একক ঘরে
পাশাপাশি নির্জনতা দোর আটকে গেট টানে
মাঝরাতে কে চলে গেল খবর আসে না
পাড়াটা এখন নগর হয়েছে


রাতে এম্বুলেন্স, সকালে মৃতদেহ আর চালক
কথা এসে বলে যায় – নেই, এইটুকু সংবাদ এলো সাতদিন পরে
কারুরই ফুরসৎ নেই
ছাপ নেই ছাপাখানা ছাড়া


যুবক-যুবতীরা মধ্যরাতে ফুটপাথ বদল করে
সব অনুভূতি চেপ্টে থাকে বিছানার ওপর
দুরন্ত পারফরমেন্স, উচ্চাশার বড়শি গিলে পাড়ি দেয়
পড়ে থাকে মূলধনী উচ্ছিষ্টের শূন্য পাসবই

চ্যাপলিন এসেছে দুয়ারে
বৃদ্ধ ‘মডার্ন টাইম্‌স’ তার,
প্রেম যাবতজীবন খাটে
মেষেরা ঘোড়-দৌড়ের রানার