জীবনকাব্য
রতন সেনগুপ্ত


শবযাত্রী চলে গেলে
মনে হয় শেষ হল পাপক্ষয় কোন একজনার
শবযাত্রী চলে গেলে
পাগলপনায় ছাই ও মাটি পুণ্যস্নানে যায়  
মনে থাকে শুধু অন্ত্যেষ্টিক্রিয়া


কে যেন বলেছিল জীবন মহামূল্যবান
সোনা দিয়ে যায় না কেনা, সবার ওপরে তার স্থান
এমন গড়ের কথা কতটা সত্যবান হয়
সেই শুধু জানে


এও হতে পারে, সবাই মানব নয়
কেউ কেউ বটে – পতিত সমাজ সংসারে
বৈপ্যরীত ঐক্যে আলো জ্বলে


এত খরা, বন্যা জল শস্য ফলে না
যৌবন চেনে না কোন মৃগমদ – সব ডিওডোরান্ট
খানিক স্ফূর্তি সেরে অবসন্ন শেষ রাত চোখ আঁটে
ঐ সত্যটুকুই জীবন – যদি দুঃস্বপ্ন তাড়া না করে


মৃতজন দেয় না আলো – ব্যবহারে জীর্ণ আসবাব
রত্নাকরই থাকে
বাল্মিকি এক পুরাণ অভ্যাসী মনোরথ


জীবন সুপারহিট হলে কাব্য হয়ে বাঁচে
সে সুখচড়ে ভাড়া বারে প্রতিদিন রাতে