কাক ও মানুষ
রতন সেনগুপ্ত
------------
জানা ছিল পয়সা ছেটালে
কাকের অভাব হয় না
ভাবতাম কাক কি পয়সা খায়?  
মা তো সকাল বেলায় আটা-রুটি দিত
কত যে কাক প্রাণের আনন্দে ছুটে আসত
মায়ের কোন অভিসন্ধি বা মতলব ছিল কি?
এক তৃপ্তি নিয়ে মা আমাদের জল খাবার দিত


এখন কাকেরা কমে গেছে, মানুষের দাপট
পয়সা ছেটালে - মানুষ!  
কাকেরা মানুষ হয়েছে?


কোন কাক অন্য কাককে লাশকাটা ঘরে পাঠায় নি
আমি দেখি নি
বরং দেখেছি ওদের সমস্বর প্রতিবাদ


সব মানুষ কি কাক হয়ে গেছে!
পয়সা ছেটালে?
কাকেরা প্রতিবাদ করে
দেখি নি পাঠাতে লাশকাটা ঘরে
আমি কাকেদের কোন লুঠেরা দেখি নি
ভোটে দাঁড়াতে