সরে সরে গেলে
রতন সেনগুপ্ত


একে একে সরে যায় হাতের স্পর্শরা
কিন্তু কোথায় যাবে? কিন্তু কোথায় !
ওদিকে কবরডাঙা এদিকে কেওড়াতলা
মধ্যে অহং ও উচ্চ লালসা কথা মালা
সরে সরে কোথায় যাবে - পেছনে ভাঙা রাস্তা
খাদের কিনারা


তুমিও যতটা নিরুপায় আমিও ততটা
পিঠে পিঠে দেয়াল ওঠে ওপার সীমানা
ঘেরা তারকাটা দেখা ও অদেখা
ঘোলা জলে মাছ, যার জাল আছে সেই শুধু
তুলে নেয় ঘরে


কত না সহজ সরল নিয়মের আঁক
ছানি পরে পরে দেখিনা আঁকিবুকি সব
মেলেনা সহজ অঙ্কের যোগফল
উত্তর পত্রে ঘোরে অদৃশ্য নিপুণ হাত


হ্যামলিন বাঁশি বাজে, সব দিলেও থামেনা সে খেলা
ঘুরে ফিরে উর্মিমালা উচ্ছাসে ভাসায়
পায়ের তলায় মাটি কতটা সরেছে, ডুবে গেলেও কি বোঝা যায়
কতটা ডুবেছি ?


তুমিও বোঝ না আমিও বুঝি না
একে একে সরে যায় হাতের স্পর্শেরা
তোমাকেই শত্রু ভেবে
গোপন আড্ডায় লড়ি দিনরাত