তোর প্রেমে
                রতন সেনগুপ্ত  


বুক চাপা তোর পাথর কেঁদেছে কাঁদিস  নি তুই
কাঙালি স্বভাব বড় বেমানান  তোর কাছে
এদিন সেদিন  মানিস নে তুই  গিরগিটি
চিঠি জ্বালিয়ে বলেছিলি, ছাই নে
সেই শেষ দিন


কিছু মুখ  আজ উজ্জ্বল ও ঝলমলে
প্রেরণার মুখে লাথি মেরে সব ছংছারে
এনেছে সুদিন


কিছু মুখ আজ দ্বিতীয়, তৃতীয়  বিভ্র পথগামি
যদি পথ থাকে


এত পাশাপাশি  দূর গুঁজেগুঁজে লগ্নী সুখ
ভাই বেরাদার, ভাঙা কূল আর নাই বেরাদার
ফেল কড়ি  তবে-মাখ তেল


প্রেমেরও যে পরি ডানামেলে ওড়ে আকাশ আকাশ
অবকাশ  নয় প্রেমের কোন চকমকি-হার
জলমেঘ ভাসে ভিতর-কনিকা তোর সাথে
এ দূরভাগা দেশে,প্রেম কাকে বলে কে জানে!


প্রেমেরও এক শরীর থাকে বকের পাখায়
সব প্রেম নয় হেমন্ত আর সুচিত্রায়
বৈশাখী ঝড়ে গাছ পড়ে  গেলে নিরাশ্রয়
মানিস নি তুই
চিঠি জ্বালিয়ে বলেছিলি  ছাই নে--
সেই শেষ দিন
                                    


                                     ও ঝলমলে