ও মোর ময়না ঢং বাহারি কইনা
মোর কাথাট কাছত বসি তুই শুনেক না ,
অনং করি চখু প্যান্ড্রায় আর দেখিস না
গজার নাখা মিঠ মিঠ
পগলানুয়া কাথা কহেক না ।
আষাঢ় মাসের ঝটকা দিনত্
পিন্দায় দিম তোর কপালত
নাল রঙ্গের সিন্দুর,
আঁকাইলো গে বাঁকাইলো , ঢাকন মুহিটক চুমাইলো
এনং গানত্ বাজবে বেহার সুর ।
ইলা কাথা শুইনা
কান্দিচি গে ক্যানে কইনা
বাপক মাও-অক ছাড়ি আসপা হবে
তুই মোর ব্যথা বুঝায় পাবু না ।
তোক দেখিলেই উঠে ভাইসা
বাপের বাড়ির আদরের ছিয়া
চখুর জলে কান্দে হিয়া
ক্যানে করচি আনন্দ রে হবু ভাতার হয়া ।
না কইলে মোক ক্যামনে বুঝিম সই
আয় বগলত্ মুছি দু তোর দুখ ভরা নই ।
বুকের ভিতর আপনাআপনি
ছ্যাচায় মিছায় উঠিল কিবার আগুন
দুখ ভরা তোর নয়নের পানী
গাছের ঠাইলত শিমূল ফুটি করচে ফাগুন ফাগুন ।
ও মোর ময়না ঢং বাহারি কইনা
করিম বেহা প্রেমের তানে
ইড কাথা তহ ক্যানে
বুঝায় পাইস্ না ।