তুমি অধরা, ভাসমান কর্পূরের মত
               ইতস্তত তোমার গতি।
    আকাশের কোণে - কোন মায়ারাজ্যে
          সাম্রাজ্যবাদ করেছ বিস্তার।
        তোমার কশাঘাতে আর্তনাদ ওঠে,
        তোমার ইশারায় পৃথিবী কাঁপে,
                    কভু বা
    আনন্দের হিল্লোল জাগে সবার মনে।
    অসম্ভবের দরজা ভাঙে তোমার দয়ায়।
             বিভ্রান্ত মানব-মন!
পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত পাতাগুলো করেছে ভরাট।
           অনুবীক্ষণে দাওনি সাড়া,
          দূরবীনে হারিয়ে গেছ তুমি।
  গণিতের সূত্রগুলো মাথা খোঁড়ে বারবার।
         সমাধান হয়নি কখনো,
      সত্যি-মিথ্যের গোলকধাঁধাঁয়
          P-H করেছি সন্ধান।