চিন্তাগুলি ঘুরে বেড়ায় আমার মনে
   গ্যাসের অণুর মত, ইতস্তত।
কেউ বা বিলীন হয় ধূসর আকাশে,
কেউ বা মিলিয়ে যায় মুক্তিবেগে
          স্বপ্নের জগতে।
আবর্তন করে কেউ জ্যামিতিক পথে।
আশাগুলো দিগভ্রষ্ট সমাজ-চুম্বকে,
  স্বপ্ন বিলীন হয় মরীচিকা বুকে,
মন থেকে মুছে যায় রামধনু রং।
ছন্নছাড়া চিন্তাগুলো কঠিন পীড়নে,
কখনো বা পার হয় ইলাস্টিক সীমা।
কল্পনার বর্ণালী ফিকে হয়ে আসে।
           সমাজের বুকে
সরল দোলক কাঁপে সাম্যে-অসাম্যে।