সকালের মিষ্টি রোদ
মন ছুঁয়ে যায়,
মনে পড়ে ওদের
ওরা জ্যামিতিক বিন্দু।
ওরা জানেনা মায়ার খেলা,
পায়নি পুরস্কার কোনদিন।
ওরা ছন্নছাড়া পৃথিবীর বুকে
মুখোশের করেনি সন্ধান।
ওরা শোনেনি ইউক্লিড, কেপলার,
শেক্সপিয়ার, বায়রণ ওদের অজানা,
হেরোডোটাস, সফোক্লিস বড় কঠিন নাম,
ম্যালথাসের পায়নি সন্ধান।
কারশপের নেটওয়ার্ক সমাজ বাঁধে,
ফ্যারাডের আলো জ্বলে ঘরে।
ওরা চিরকাল
ক্ষুধার অন্ন জোগায় মুখে,
ওরা চিরকাল
জঠর জ্বালা করে সমাধান।