অতীতের পাতাগুলো খুলে যায়,
আতসকাঁচে সেগুলো দেখি,
অসংখ্য জ্যামিতিক রেখা তার বুকে।
থরে থরে সাজানো বর্নালী।
আশা যেন সরে গেছে তার পথ হতে,
ব্যর্থতা দাগ কাটে জীবন-পাতায়,
যন্ত্রণার বর্নালী জ্বলজ্বল করে
অশ্রুভেজা চোখের তারায়।
দর্শনের ইতিহাস,অসংখ্য সমীকরন,
যার কোন সমাধান হয়নি কখনো,
ফিজিক্সের সূত্রগুলো পায়নি হদিস,
অংকের ইকোয়েশান হারিয়েছে দিক,
রসায়ন মাথাখোঁড়ে কোন্‌ সে শৃঙ্খলে,
হারানো জীবনকথা বর্ণালী মাঝে।
কম্পিউটারে রেখে দেই বিবর্ণ-ফলক।