তোমার দিকে তাকিয়ে বলতে ইচ্ছে করে
“তুমি সুন্দর,
সূর্যের প্রথম আলো আর কচি পাতার মতো।”
আমার মন এলোমেলো,
আমার চোখে নেই ভাবালুতা,
নেই আনন্দের উচ্ছলতা,
দুর্ব্বোধ্য, হিজিবিজি, রক্তওঠা আঁকজোখে ভরা।
রৌদ্রতাপ রুক্ষ, রুক্ষতর আমি,
চলতে চলতে থেমে গেছি হঠাৎ।
আঁতকে উঠি বারবার
যূপবদ্ধ ছাগশিশু মত।
সুন্দরকে সুন্দর বলতে চাই,
উড়ন্ত বলাকার ঝাঁকে উড়তে চাই,
কিন্তু
কুঁকড়ে ওঠে মন,
শত সহস্র বাঁধার টানে পিছিয়ে পড়ি।
ইচ্ছে জাগে-
শরতের নির্মলতা দিয়ে,
বসন্তের উন্মাদনা নিয়ে,
ভরে তুলি সকলের মন,
সারাদিন, সারাক্ষণ।