মনোমাঝে প্রশ্নগুলো করে কিলবিল,
ঘূর্ণিঝড়ে জলস্তম্ভ,দূরন্ত সলিল।
দেহেতে দিয়েছো সাড়া অপার করুণা,
শক্তিধর,তব শক্তি সবার অজানা।
প্রাণের রিসার্চ করো দিন আর রাতে,
শত শত জীবসৃষ্টি নশ্বর জগতে।
বাতাসে পড়েছে সাড়া জেগেছে ধরণী,
সচল অচল সব করে কানাকানি।
বন জাগে,পাখী জাগে,জাগে জীবকুল,
সৃষ্টির নেশায় তুমি রহ মশগুল।
হিংসাবীজ ছড়ায়েছ উর্বর জমিন,
হানাহানি মারামারি এদিন সেদিন।
ভালোবাসাবারি তুমি করেছ সিঞ্চন,
শান্তির আবেশ ভরা মানবের মন।
বৈষম্যের রঙ দিয়ে সাজাও ভাবনা,
দিয়েছো অনেক দুঃখ, বিষম যাতনা।
আনন্দের অট্টহাসি, দুখের ক্রন্দন,
ছন্নছাড়াসৃষ্টি শুধু করে আবর্তন।
বারেবারে প্রশ্ন করি ওগো শক্তিমান,
নিরপেক্ষ বিচারক! সকলে সমান!