তোমায় চেয়েছি পেতে  হৃদয়ের মাঝে,
বারবার ডাকি তাই, ব্যর্থ বারেবারে।
ব্যর্থতার অলংকার পড়েছি গলায়,
তোমার অদৃশ্য সুতো নাচায় আমায়।
তুমি দক্ষ বাজীকর, নানা ঘটনায়,
রেখেছ তোমার ছাপ জানা-অজানায়।
ভরেছো আমার ঝাঁপি নানা ছলনায়,
প্যান্ডোরার বাক্স যেন আমায় ভুলায়।
ঘটনাপ্রবাহ ঘটে, নানা রঙ তাতে,
অশ্রুভেজা বস্ত্র দেখি, কঠিন আঘাতে।
হাসির পোষাকপরা সুখ তার রঙ,
আন্দোলিত দেহমন, আবেশ যেমন।
জীবনের ক্লান্তি-আভা দেহ আভরণ,
বিষাদেতে ক্লিষ্ট হয় আমার মনন।
অহংকারে মত্ত আমি, উল্লাস মাতায়,
নতশিরে ব্যর্থ মন কেবলি হাঁপায়।
তোমার কৃপায় আমি খেলি অবিরাম,
কবে যে খেলিব শেষ! তোমায় প্রনাম।