জীবনটা কি শুধুই যন্ত্রণা!
চড়াই উতরাইয়ের পথে,
উত্থান পতনের দোলায়,
ইলেকট্রন কণিকার প্রচন্ড ঘূর্ণন!
কর্ম,কর্তব্য,দায়িত্ব পালন!
হাসি,প্রেম, জীবনের রঙ্গিন ঝলক
ঘন কুয়াশায় অস্পষ্ট।
অনুভুতি মিইয়ে পড়ে একদিন।
বিষাদগ্রস্থ মন।
অনেক সূত্র দিয়ে জীবন গড়া,
একটা দুটো চার্লস, বয়েল কিংবা
আর্কিমিডিস দিয়ে ধরা যায় না একে।
অসংখ্য সূত্রের নেটওয়ার্ক চাই,
চাই অসংখ্য সমীকরণ,
চাই তার সুষ্ঠু সমাধান।