তুমি ম্যাগনেট, আমি ইউনিট পোল,
তোমার চারপাশে সৃষ্টি করি অসংখ্য বলরেখা।
তৃপ্তিহীন তৃপ্ততার সরল দোলকে
উদাসীন বিন্দু করেছি সন্ধান।
লোকালয় হতে অনেক দূরে,
মান, অভিমান, লজ্জা পরপারে,
ভয়হীন কল্পলোকে চলে যেতে চাই।
যেখানে শব্দহীন সাম্রাজ্যের মাঝে
আলোকের ঝলকানি সাজে,
যেখানে উষ্ণ প্রেম যুগ-যুগান্তে
ইতিহাসপাতা ভরে পৃথিবীর ঘরে,
যেখানে অমর প্রেম সৃষ্টি করে রামধনু রঙ।