তুমি অদৃশ্যলোকে বসে
তাকাও পৃথিবীর দিকে।
পাহাড়, অরণ্য, সাগরের জলে,
গৃহের কোণে কোণে,
ঘুরে বেড়ায় তোমার দৃষ্টি।
মুকুরের মাঝে দেখতে পাও সকলের মন।
হিংসা, দ্বেষ, রাগ, অনুরাগ,
ঘৃণা ও ভালোবাসার মুখগুলো
তোমায় বিচলিত করে।
তোমার কৃপাদৃষ্টি ঝরে পড়ে কখনো,
কখনো বা বহ্নিশিখা ছারখার করে,
কখনো বা আনন্দউথাল মন,
কখনো বা মর্মভেদী গভীর ক্রন্দন,
ভুবনজোড়া হাসিকান্নার আবর্তন,
ব্যথাবেদনার বিস্ফোরণ।
তব কৃপা,  তব ঘৃণা দিবসরজনী
বিশ্বমাঝে করে বিচরণ।