তুমি, আমি, সবাই,
অসংখ্য চরিত্র, অসংখ্য কুশীলব।
ইকোয়েশন সমাধান পায় না,
ফিজিক্যাল ল’জ হার মানে,
ফিল্টার, ডিষ্টিলেশন প্রয়োজন,
সাবলিমেশন যদি কিছু করে।    
অসংখ্য মোলের মৌলিকত্ব,
অসংখ্য সংকরায়ন,
সৃষ্টি করে নূতন অনু, নূতন জগৎ।
বাইন্ডিং এনার্জি ব্যপ্ত হয় সমাজের বুকে।
চেতনার স্পর্শ লাগে প্রতি মলিকুলে।
অনেক গ্রহাণু নিয়ে শনির বলয়,
আমি, তুমি, সে মিলে সমাজ গঠন।