পথিক চলছে, লক্ষ্যভ্রষ্ট তার মন।
সে জানে না কতদূর যেতে হবে,
কোথায় গিয়ে থামতে হবে, তাও অজানা।
তবু চলে-
নিউটনের গতিজাড্য তাকে তাড়া করে।
হঠাৎ টাইম মেশিনে হাত পড়ে,
থমকে দাঁড়ায়।
ঊর্দ্ধাকাশে মুখ তুলে চায়,
সন্ধ্যার রক্তিম আভা ঠিকরে পড়ে।
বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে কপালে।
অমূল্য অলংকার ব্যঙ্গ করে যেন।
অবশেষে
বন্ধুর পথ পার হয়ে
মাটিতে নিয়েছে আশ্রয়।
কেউ কোনদিন মালা পরায়নি তাকে,
কোনও উৎসব হয়নি জন্মদিনে,
তার স্থান ধূলিকণা মাঝে।