কল্পলোকের দেবতা তুমি,
তোমার ঈঙ্গিতে পার হয় বহু যুগ।
সত্য, ত্রেতা, দ্বাপরের শেষে
কলির দুয়ারে আঘাত হানো।
গতিময় এই পৃথিবীকে
বারবার করেছো শাসন।
বহুরূপে নিজেরে করেছো প্রকাশ।
সেজেছো নানা সাজে নানা প্রয়োজনে,
খেলেছো নানা  খেলা
শিষ্টের পালন আর দুষ্টদমনে।
সৃষ্টির মাঝে তুমি পিতা মাতা হয়ে
অরিরূপে ধ্বংস করো সকল দুর্জনে।
শিখিয়েছো বহু কিছু, ভুলিয়েছো কত,
হাসি-কান্নার দোলনাতে বসাও সবারে।
আদরে ভরেছো কভু, কখনো আঘাত,
দয়া, মায়া, শাসনে হয়েছো প্রকাশ।