মনের মাঝে বহু প্রশ্নের ভিড়,
খাতার পাতায় ওদের বিন্যাস।
বাঁশি বাজে তোমার হাতে,
কি সুর তাতে,  জানিনা তো!
করুণায় স্নিগ্ধ করো এই পৃথিবী,
ব্রহ্মান্ড শাসন করো আপন খেয়ালে,
ধরিত্রী কেঁপে ওঠে তোমার ঈঙ্গিতে,
মৃদু মৃদু হাসি ফোটে তোমার অধরে।
গড় তুমি একবার, ভাঙ তারপর,
মগ্ন রয়েছ তুমি নিজ সাধনায়।
অশ্রুবিন্দু ঝরে পড়ে কখনো কখনো,
প্রশ্নগুলো মালা হয়ে দুলিছে গলায়।
আনন্দের জ্যোতি ফোটে বেদনার্ত মুখে,
হাসির প্রবাহ ছোটে দূরন্ত গতিতে।
স্বপ্নগুলো চুরমার প্রচন্ড আঘাতে,
শতখন্ডে ঝরে পড়ে তব পদতলে।
সুখের সাগর আর দুঃখমরুভূমি
পাশাপাশি চিরকাল রয়েছে জাগ্রত।
দোলকের মত দোলে মর্ত্যমানবেরা,
ছিনিমিনি খেলা যেন চলে অবিরত।