পিএনপিসি খেলা বড়ই মজার,
প্রচুর আনন্দ আছে, সুখ যে অপার।
সময় চলে যে যায় চোখের পলকে,
আলোচনা জমে ওঠে ঝলকে ঝলকে।
নানাকাজে রত থাকে যতো লোকজন,
পদে পদে ব্যাখ্যা তার, অপূর্ব কথন।
হাসির ফোয়ারা কত ঝলকিয়ে ওঠে,
কখনো বা দুষ্টুহাসি  চোখে মুখে ফোটে।
কেমন চলন আর কথার ধরন,
গায়েতে জ্বালা ধরে, দেখে যে এমন।
স্বভাব খারাপ তবু সমাজেতে বাস,
প্রান ভরে গালি দিয়ে পূর্ন করো আশ।
উচিত আর অনুচিত সদা দ্বন্দ্ব করে,
পিএনপিসি জমে ওঠে প্রতি ক্ষণে ক্ষণে।
খুঁতেভরা লোকজন চারপাশে হায়,
নিখুঁত কজনা মিলে আসর জমায়।
লোভের অদ্ভুত কর্ম, ক্রোধের গরিমা,
কামনার ছলাকলা সকলের জানা।
গর্বের পতন আর জ্ঞানের বিকাশ,
কত কি যে আসরে হয়েছে প্রকাশ!
মজলিস সাজিয়েছে যতো কুশীলব,
তাদের কীর্তিগুলো রয়েছে নীরব।