অনেক দূরে তুমি,
অথচ কাছে মনে হয়।
মনের তরঙ্গ হারিয়ে ফেলে তার পথ।
তোমার সন্ধানে আমি ক্লান্ত,
সাগরের ঢেউ ফিরে আসে বারবার।
তুমি এলে না।
মেঘদূত বিমর্ষ,
অজানা ব্ল্যাকহোলে আলো জ্বালো তুমি,
আমি প্রতিক্ষা করি।


দৃষ্টি দিয়ে ধরতে পারিনি তোমায়,
অন্তরের মাঝে হিসাব রাখি।
জীবন কম্পিউটারে ধরে রাখি
অতীত আর বর্তমান।
এগিয়ে চলি কালের পথে,
প্রোগ্রামে ভরে তুলি জীবন,
আমার প্রজেক্ট সমাপ্তি টানে।
প্রতীক্ষার হয় অবসান।