ত্রিশ বছর আগে, বইমেলায়
তোমায় দেখেছি আমি।
আকাশের নীল শাড়ী গায়,
সূর্য্যের পড়ন্ত আভায়,
তুমি রাঙা হয়েছিলে আমার হৃদয়ে।
তারপর, জনসমাগমে,
সুরের মূর্চ্ছনায় আর নীলাভ শাড়ীতে,
তুমি যেন ফুটে রও আমার দুচোখে।
হৃদয়ে তুলেছ ঢেউ-আবার মিলাও।
তাই আজ বেলাশেষে
ইতিহাস খুঁজেছে তোমায়।
বুঝেছি অন্তরে,
তোমার সাম্রাজ্য ধীরে ধীরে
গ্রাস করেছে আমায়।
তুমি আজ জয়ী।