চিন্তায় মগ্ন আমি সারাদিন ধরে,
দ্রুতবেগে ধায় চিন্তা লহরী যেমন।
সহজ সরল নয়, জিলিপির প্যাঁচ,
আষ্টেপৃষ্টে বেঁধে ফেলে মানব-জীবন।
বেদনার গান গায়,
আনন্দে সাড়া দেয়,
আলোড়ন তোলে সদা মনের ভিতর।
অবাধ্য চিন্তাগুলো আপন খেয়ালে
মগজেতে সাড়া দেয় যখন তখন।
হরেক রকম ধাঁধাঁ হয়েছে গঠন।
ফিলোসোফার দিকে দিকে করেছে প্রচার,
সূক্ষ্ম হতে সূক্ষ্মতর জ্ঞানের বিকাশ।
দর্শনের স্বপ্নরাজ্য, চিন্তার আবাস,
যুগে যুগে বিঘোষিত অপার মহিমা।
কুচিন্তা-আঁধার যত ঘোরে চারধা্রে,
চোখে জ্বলে বিষানল ধিকিধিকি করে,
মানব তখন সাজে দানবের রূপে,
সৃষ্টি করে লন্ডভন্ড কঠিন আঘাতে।
চিন্তায় হয়েছে সৃষ্টি, চিন্তায় লয়,
চিন্তাগুলো ঘোরে যেন বৃত্তাকার পথে,
কখনো অমৃত আর কখনো গরল।