আমি শুধু বারবার
ক্লান্ত হয়ে বসে পড়ি বটের ছায়ায়।
গাঁয়ের মেঠোপথ ধরণীর বক্ষ চিরে
এগিয়ে চলে, এঁকেবেঁকে।
এগিয়ে চলে ধানভরা গরুর গাড়ী।
পায়েপায়ে ফিরে আসে শৈশবের দিন।
অতীতযৌবন নাড়া দেয় মন,
জানি, প্রতীক্ষায় বসে আছে দীপান্বিতা।
অতিক্রান্ত অনেক প্রহর।
জীবনের শেষ ধাপে হারায়ে ফেলি নিজেকে,
আমার স্বপ্নের ফুলগুলো ঝড়ে পড়ে,
স্মৃতিগুলো হারিয়ে যায় বিস্মৃতির তলে।