জীবনের পথে চলি সকলের সাথে
প্রতিযোগী কত মোর দাঁড়ায়ে সমুখে,
অতি তুচ্ছ নই আমি, নই ফেলনা
আমারে হেলা করে কার ক্ষমতা!
যখন আমার নিন্দা কানেতে আসে,
রাগেতে চক্ষু মোর রক্তবর্ন হয়,
প্রতিবাদে তৎক্ষণাৎ হই মুখরিত,
সত্য মিথ্যা কোন কিছু না করে বিচার।
রাগবহ্নি মনে জ্বলে ধিকিধিকি করে,
যতনে লালন করি, কবে কোনক্ষণে
চালব মোক্ষমচাল, হবে কুপোকাৎ,
সর্বশ্রেষ্ঠ রাগ যেন করে জয়লাভ।
সকলের নিন্দা মোর মুখে মুখে ঘোরে,
ক্রোধানল জ্বালি আমি সামান্য আঘাতে,
আমার প্রচন্ড রাগে সবে পায় ভয়,
রাগান্ধ বলে মোরে করে গালাগাল।
আনন্দিত হই আমি, ক্রোধী বলে খ্যাতি,
রাগের পোষাক মোর বাজায় রাগিনী।
কেন যে এমন হয় ভেবেছি অনেক,
কর্মফল বলে কিছু হয় কি কখনো!
বুঝতে পারিনা কিছু, ভাবি মনে মনে
কেন এই বিড়ম্বনা আমার জীবনে!