পৃথিবী সাজে।
সাজে কর্ম আর জ্ঞানের আলোকে,
সৃষ্টি করে রজ ও সত্ত্বের সাম্রাজ্য।
নিঃশব্দে এগিয়ে আসে ঘোর তমোগুণ,
ছলাকলায় ঢুকে পড়ে মানবের মনে।
স্বার্থ, অহংকার, লোভ,
ক্রোধ, হিংসা, মোহ,
অসংখ্য সেনাপতি নিয়ে
ছড়ায়ে পড়ে চারদিকে।
কেঁপে ওঠে মেদিনী,
ভয়ে ভীত মনুষ্য-সমাজ।
অহংকার দাপায়ে চলে,
স্বার্থ বাড়ায় হাত,
সর্বগ্রাসী লোভ করে মুখের ব্যাদান,
কেড়ে নেয় সমস্ত সম্পদ।
হুংকার ছাড়ে ক্রোধ,
রক্তবর্ণ আঁখি তার আগুন ছড়ায়।
হিংসাবীজ সঙ্গে নিয়ে জীবকুল মাঝে
সোল্লাসে ঢুকে পড়ে।
মারামারি সঙ্গী তার,
নিঃশব্দে বাসা বাঁধে সমাজের বুকে।


গুণের আধার তুমি, ত্রিভুবন মাঝে
তিনগুন বিজড়িত তোমার শাসনে,
তোমার চক্র ঘোরে বনবন করে,
একে একে আসে সবে মানব-জীবনে।