জীবন তরঙ্গ পানে অপলক চোখে
সারাদিন চেয়ে থাকি আমি,
বেদনার স্মৃতিগুলি চকিত করেছে মোরে
কর্মহীন দিবস যামিনী।
আলোকের মধুমাখা সুন্দর ঝলক
পাখার চমক শুনি,
মৃদুমন্দ বায়ুবয় চারিদিক হতে
কানেকানে করে কানাকানি।
দৃষ্টি যেন প্রসারিত, মানে নাকো বাধা
ভেদ করে কোন আবরণ!
কক্ষে কক্ষে ছোটে যেন অতি দ্রুতবেগে
বিষন্ন মনন।
অতীত স্বপন যেন অলস সময়
মেলেধরে হৃদয়ের ডালি,
সুবাসিত প্রেম যেন ছড়ায় চৌদিকে
প্রানে প্রানে মধুমিতালি।
নুতন জীবনগতি, সকলের সাথে
পাই যেন নুতন আস্বাদ,
স্মৃতিময় কণাগুলো জীবনের মাঝে
ফেলে শুধু করুণ নিঃশ্বাস।
দিবসে বসে থাকি সকলের মাঝে
নুতনেরা রাখে মোরে ঘিরে,
স্নেহমাখা মুখগুলো নাই কোথা নাই
ভাসে শুধু মনের মুকুরে।