মাটীতে জন্ম নিয়ে
অনেক হেঁটেছি,
কেঁদেছি ক্ষুধার জ্বালায় কখনো কখনো,
মিটেছে জঠর জ্বালা ধরণীর দানে।
মনের ক্ষুধায় তবু করি ছটফট।
কামনা-বাসনা, আশা-আকাঙ্খা,
লোভ ও মোহ,
মনের গোপন ইচ্ছেগুলো
বারবার উঁকি মারে।
রাশি রাশি সৌন্দর্যের মালা
থরে থরে রয়েছে সাজানো,
অর্থ, যশ, অহংকার সব একসাথে।
অর্থের হাতছানি চঞ্চল করে,
যশের আশায় এগিয়ে যাই,
মগজের কোষগুলো নড়েচড়ে,
অহংকার বাসা বাঁধে সেখানে।
হাত বাড়াই, সব চাই।
পেয়েও যাই।


অতৃপ্তি গুমরে কাঁদে।
প্রবৃত্তি হাতধরে আমার,
আমি চলি,
শুধু চলি।