জীবন ডাক শোনে,
ধীর পায়ে এগিয়ে যায়।
ক্লান্ত, বিধ্বস্ত দেহ,
বেদনার্ত, মনমরা।
চমকে ওঠে হঠাৎ
পেছনের ডাক শোনে।
তবুও এগিয়ে চলে, সমানে।


ধীরে ধীরে নেমে আসে গাঢ় অন্ধকার,
ভাবনা পাকায় জট হঠাৎ কখন,
স্মৃতিগুলো এলোমেলো, হাতড়ে বেড়ায়,
সরণ কখন এসে শূন্যে দাঁড়ায়।
ভবিষ্যত হাতছানি দেয় বারবার,
হারিয়েছে বর্তমান নিজের ঠিকানা।
অতীত লুকায় মুখ আঁধারের মাঝে,
কুয়াশায় ঢাকা পড়ে সমস্ত জীবন।


সময়ের কাঁটা ঘোরে।
কালের চক্র চলে,
অতীত, বর্তমান, ভবিষ্যত,
জন্ম, বৃদ্ধি, মৃত্যু
এক বৃত্তে বাঁধা পড়ে।
কাল যায়,
মহাকাল আসে।