শেষের দিন এগিয়ে আসে,
অন্ধকার হাতছানি দেয়,
অট্টালিকা, রাজপথ আবছা অন্ধকার।
পায়ে পায়ে চলি, এদিক ওদিক তাকাই,
পিছে পড়ে থাকে জীর্ণ-বাস।
সবুজ পাতা ফিকে হয়,
হলদে পাপড়িগুলি ঝরে পড়ে,
অজানা-ডাকে এগিয়ে চলি আমি।
বুকভরা ভালোবাসা আমায় স্বপ্নাবিষ্ট করে,
অতীতকাহিনী আকুল করে প্রাণ,
অতীত, হৃদয়ে দোলা দেয়,
অতীত, পিছু টানে বারবার।
পুরানো পথে নূতন পথিক আমি,
পুরানো গান ছড়িয়ে দিল ডানা,
প্রাণের সুর ধ্বনিত হয় প্রান হতে প্রাণে,
দিন অবসানে।