আমি নিজেকে বুঝিনি,
তাই বাস্তব আর কল্পনাকে ফিল্টার করতে পারিনি,
বাঁচতে গিয়ে হারিয়ে যাই, অজান্তে।
ভয়ে ভয়ে কাটাই জীবন।
হাসতে গিয়ে চমকে উঠি,
ব্যর্থতার ভ্রুকুটি দেখি।
হাতড়ে হাতড়ে এগিয়ে চলি, কোনমতে।
আমি এক পুরানো মডেল।


বৈভব,বিলাসিতা
মনে হয় মরীচিকা।
কলহাস্য পৃথিবীর বুকে
বেঁচে আছি কোনমতে,
বিশাল ধরণীমাঝে
লুপ্তপ্রায় প্রজাতির মতো।