কে যে তিনি, প্রশ্নটি
ওঠে মনে মনে,
যুগে যুগে নানামত, জ্ঞানে অজ্ঞানে।
সচল অচল কিংবা
গুণের আলোকে,
নানারূপ ধরে তিনি লুকান নিজেকে।
অক্ষরসমূহ মাঝে
তিনি যে অ কার,
দ্বন্দ্বসমাসরূপে করেন বিচার।
সেজেছেন দেবীরূপে
নানান সময়,
বাক্‌, ক্ষমা, মেধা, নানা পরিচয়।
নানা কীর্ত্তি নানাভাবে,
অক্ষয় অব্যয়,
বিকশিত হন তিনি বসন্ত সময়।
মহকাল নাম তাঁর
মাস অগ্রহায়ন,
গায়ত্রীর ছন্দমাঝে তাঁর আগমন।