ঋতুমতী অগ্নি-সতী       কামব়াঙ্গাফুল।
পদ্মানদী ঢেউ-বুকে       ভাঙ্গে দুই কূল।।
এক পাব়ে চণ্ডীদাস        আব় পাব়ে শ্যাম।
মধ্যিখানে এক দ্বীপে       নিকষিত হেম।।
ব়ামী নাকি ব়াই হবে      এই নিয়ে দ্বন্দ্ব।
ছড়া কেটে তাতে পাই     প্ৰেম-প্ৰীতি-গন্ধ।।