মাছেব় আবাব় থই-অথই, অকুল পাথাব়;
গা এলিয়ে দিলেই হয় সাঁতাব়ে সাঁতাব়।
সহজিয়াব় শিক্ষা আবাব় বি.এ. কিংবা এম্.এ.;
একতাব়াতে ছুঁয়ালে আঙ্গুল আগুনে বাহাব়,
মাছেব় আবাব় থই-অথই, অকুল পাথাব়।


মীনব়ঙ্গ
সহজ-সঙ্গ
হাতে কলম যা'ব়,
পুড়ায় না তা'ব় সোনাব় অঙ্গ
পাবক-প্ৰহাব়।


ফুল ফুটে আপন মনে-  জলে কিংবা স্থলে,
সুগন্ধ তাব় পৌঁছেও যায় প্ৰশান্ত পাতালে।
যা'ব় ঋণ যা'ব় কাছে তা'ব় ঋণ কাব় কাছে-  বোঝা বড় ভাব়,
বুকেব় ভেতব় নড়েচড়ে মাছেব় সংসাব়।


হাত বাড়ালে যদিও পাই ধুলোমুঠি-সোনা,
শত চেষ্টা কব়ে আজও ধব়ে ব়াখতে পাব়ি না-
এটা অভিশাপ নয়
              আশীৰ্বাদ
                     এখন বুঝতে পাব়ি
(ধুলোগুঁড়ো-  সোনা-উড়ো)
থিতিয়ে গেলে ধব়ব আবাব় দুটি মুঠি ভব়ে-
আনন্দ-লহব়ী-লীলা
               মাছেব় সংসাব়ে আজও
আসে ঘুব়েফিব়ে।