অজস্র অপেক্ষায় বসে আছি যায়
পরে কী মনে,আমাকে তার?
আমাকে যে ভাসালো বিরহ-বিষাদের
সিন্ধু সাগর জলে, আছে কী?
সে পুষ্পের ন্যায় ভুবনে।
সাধ জাগে! সাধ জাগে মনে!
পুষ্পকাননের আগাছে ভাবিলো মোরে
কোন অপরাধের বলে।
সে কী ভালো আছে? তার সাথে!
যার কাছে ভালো থাকার আসায়
আমাকে ভাসালো বিষাদ সাগরে।
সে বুঝি রাগ করে না,
আমার মতো মুখ ফুলিয়ে?
সে বুঝি জোছনা রাতে বায়না করেনা
হাঁটতে যেতে শূন্য পথে,
একটা কাপে চা খেতে?
আমিতো স্মৃতির মাঝে সুখেই আছি
দিব্বি ঘুরি হাসি মুখে
তার সাথে কী, স্বপ্নগুলো হয়েছে পূরণ
যা ছিলো তার মনের মাঝে।