শিক্ষা যদি হয় চেতনার জ্যােতি
ভ্রমণে জানা যায় অবনির গতি।
ভ্রমণে সতেজ করে মন আর প্রাণ
প্রসারিত করে দেয় জ্ঞান ভান্ডার।
পুঁথিগত বিদ্যার পূর্ণতা দিতে
ভ্রমণ করো সবে দেশ-বিদেশে।
ভ্রমণে জানিবে তুমি অতীতের ইতি
তার সাথে জানিবে জন মনোরীতি।
জিতিতে পারিবে তুমি শুভ্র স্মৃতি
মনেতে বিরাজ করিবে আনন্দ অতি।
ভ্রমণে প্রতি, থাকে যাদি কৃপণো মন
অ-দেখায় রয়ে যাবে ধরণীর সব সুন্দর।