বৃক্ষের প্রতাপ-
দেখা যায় ঝড়ে
একলাই লড়ে,
তবু নিরুত্তাপ।


সামান্য উপল-
আলগোছে একা
ভীষণ একরোখা,
বাধা মানে জল।


রাস্তার বাঁকে-
পাহাড়িয়া পথ
মেঘে ইমারত,
গড়তেই থাকে।


একলা বাউল-
কবিতার সাজে
দেহমন রাজে,
না ফোটা বউল।