অনেকে কখনো ডুব দিয়ে থাকে-
যাকে জল দিয়েই মাপতে হয়,
কিছু খুশি, খেয়াল খুশিতে ডাকে
খুঁজলে বুঝবে সে খুশিই নয়।


কত মন, মনেই ঘুমিয়ে যায়
স্বপ্নও তাকে জানতে পারে না যে,
সীমন্ত থাকে সীমান্ত পাহারায়
মনের খেলা! সে চলে মন মাঝে।


এমন করে পাশেই তুমি থেকো
বেশী কিছু চাই না এই জীবনে।
ভাসতে আর চাই না, তুমি ডেকো
রইবো ঘুমিয়ে সিক্ত মন কোণে।