মন ভাঙ্গা যন্ত্রনাতে
ভোর রাতে ঘুম চৌপাট,
একি!  নটা বেজে গেছে।
পাহাড়ি এবড়ো খেবড়ো রাস্তায়
চলছে এখন পাথর ভাঙ্গার গান।
আচ্ছা! কি মন ভাঙ্গা গান আরোও ...


শেকল ভাঙ্গেনা শুধুই নদীর ছলাত্ ছলাত্,
শেকলে তা ঝঙ্কৃত হয় ঝনাত্ ঝনাত্।
অনেক দিন গেল বন্দী আমার দশায়
কই, কেউ মুক্তির আলো নিয়ে আসে না?
কেউ আর এমন ঝনত্কার কখনো শোনায় না!
তবে কি শেকলে বাঁধা মন আরও ...


কার মনে - মন ভাঙ্গা যন্ত্রনা?
কার মনই বা বন্দী হয়ে আছে?
সরেজমিন তদন্তে যতবারই গেছি-
কারও দেখা মেলেনি , ফলে শূন্য মনে ফেরা।
এভাবে শূন্য মনেই হঠাৎ নজরেতে এলো-
নিশ্চিন্তে কেউ যেন শুয়ে আছে বেশ কিছুটা দূরে ...


বুঝলাম সে আজ আর দূরের কেউ নয় -
অন্ধকারে আমি ...শুধুই আমি ...।